কাজের বিনিময়ে নগদ অর্থ কর্মসূচি মানবিক সহায়তার প্রয়োজন এমন পরিস্থিতিতে কমিউনিটির পুনরুদ্ধারে মানুষের অবদান রাখার সুযোগ করে দেয় এবং তার বিনিময়ে নিজেদের পুনরুদ্ধারের জন্য তারা নগদ সহায়তা লাভ করেন।
কাজের বিনিময়ে নগদ অর্থ কর্মসূচিকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করার জন্য:
- ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সদস্যদের জন্য আলাদা করে কোন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি তৈরি না করা। তাদের কাজ করার সামর্থ্য অনুযায়ী তাদেরকে নিয়মিত কার্যক্রমে অন্তর্ভুক্ত করুন।
- নারী ও পুরুষ প্রতিবন্ধী এবং প্রবীণ ব্যক্তিদের সাথে মিলে কাজের বিনিময়ে নগদ অর্থ কর্মসূচিতে কোন ধরনের কাজগুলো অন্তর্ভুক্ত করা হবে শনাক্ত/নির্দিষ্ট করুন এবং প্রবেশগম্যতা ও অংশগ্রহণ নিশ্চিত করবে এমন ধরনের কার্যক্রমগুলো অন্তর্ভুক্ত ও সমন্বয় করুন।
- যারা কর্মসূচির মূল কাজগুলোতে অংশ নিতে পারবে না তাদের জন্য তত্ত্বাবধানমূলক ও সহায়তামূলক কাজ দিন; যেমন মনিটরিং ও তত্ত্বাবধানমূলক কাজ, শিশুদের যত্ন নেওয়া কিংবা খাবার বিতরণের কাজ। তবে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রবীণদের জন্য সহায়তামূলক কাজ পূর্ব থেকে নির্ধারণ করে রাখবেন না। প্রথমত সবাইকে কর্মসূচির মূল কাজে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে এবং সম্পৃক্ত হওয়ার সুযোগ দিতে হবে। কেউ যদি না পারে তখন তাকে সহায়তামূলক কাজে যুক্ত করতে হবে।
- নারী ও পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্যান্য অংশগ্রহণকারীদের সমান বেতন দিতে হবে, এমনকি তারা যদি কম শারীরিক পরিশ্রম করেও থাকে।
- কাজের বিনিময়ে নগদ অর্থ কর্মসূচি যেন কমিউনিটিতে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য চলমান বা বিদ্যমান জীবিকা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত না করে তা বিশ্লেষণ করে দেখতে হবে এবং নিশ্চিত করতে হবে।