বিভিন্ন ধরনের সহজলভ্য জিনিসপত্র দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ তৈরি করে, তাদের দৈনন্দিন জীবনকে সুন্দর ও আনন্দময় করা সম্ভব। সহায়ক উপকরণ তৈরিতে ব্যবহৃত হয় এমন দরকারি কিন্তু সহজলভ্য একটি জিনিস হলো — দড়ি বা রশি। এটি দামে কম এবং অনেক কাজে ব্যবহার করা যায়, এখানে কয়েকটি উদাহরণ দেয়া হলো:
খোলা মল ত্যাগের জায়গাতে একটি গাছের ডালের সাথে কিংবা বাঁশের সাথে রশি ঝুলিয়ে দেয়া যায় যাতে করে বসে মল ত্যাগ করার সময় রশি ধরে ভারসাম্য রক্ষা করা যায়।
একটি বদ্ধ-কাঠামোতে ছাদের আড়া বা কড়িকাঠ (টিন ও কাঠের তৈরির কাঠামোর ক্ষেত্রে) থেকে রশি ঝুলিয়ে দেয়া যায়; যাতে প্রতিবন্ধী ব্যক্তি বসে মল ত্যাগের সময় ভারসাম্য রক্ষা করতে পারে কিংবা উঠে দাঁড়ানোর সময় সাহায্য নিতে পারে। তবে ছাদের কাঠামোতে রশি লাগানোর আগে পরীক্ষা করে দেখতে হবে যেন ছাদের কাঠামো ব্যবহারকারীর ওজন নেওয়ার মতো মজবুত হয়; ভেঙ্গে না পড়ে। তা না হলে সহায়তা করতে গিয়ে বিপদ আরো বাড়বে! ব্যবহারের শেষে রশিটি কোথায় থাকবে সেই জায়গাটাও আগেভাগে ঠিক করে নিতে হবে। সেই জায়গাটা যেন প্রতিবন্ধী ব্যক্তির নাগালে হয়। এবং অন্য ব্যবহারকারীদের জন্য সমস্যা না হয়।
বাড়িতে তৈরি ঝরণা ও তালা তৈরির একটি একটি প্রধান উপাদান হলো দড়ি বা রশি।
এছাড়াও রশি বা দড়ি অনেক দরকারি ও উপকারী একটি বস্তু, যেমন, অন্ধ ব্যক্তিদের চলাচলের সহায়তা করতে দড়ি দিয়ে পথনির্দেশ তৈরি করে দেয়া যায়।