গোসলখানা
গোসলখানাকে প্রতিবন্ধীদের উপযোগী করার মাধ্যমে তাদের মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিকে নিজের স্বাস্থ্যবিধি নিজে পালনে সহায়তা করা সম্ভব। জরুরি পরিস্থিতিতে শিবির স্থাপনের শুরুতে গোসলের পূর্ণাঙ্গ ব্যবস্থা তৈরি করা সম্ভব না হলে কয়েকটি সামান্য পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ও অভিযোজন করে ওয়াশরুম বা গোসলখানাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক করা সম্ভব। এজন্য নিচের কাজগুলো করা যেতে পারে:
- ভারসাম্য রাখতে কিংবা দাঁড়ানো অবস্থা থেকে বসতে সমস্যা হয় এমন ব্যক্তিদের জন্য গাড়ির পুরনো টায়ার সহায়ক হতে পারে। টায়ার ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে পরিস্কার করে নিতে হবে। দু'টি টায়ার একসাথে বাধুন যেখানে গোসলের জন্য ব্যক্তি বসবেন এবং রশি ও বাঁশের সাহায্য তৈরি করা পানির ঝরনা ব্যবহার করে গোসল করবেন (ছবিতে দেখুন);
- পানির জন্য একটি ৪ কিংবা ৫ লিটারের পানির প্লাস্টিকের পাত্র ব্যবহার করুন। এই পাত্রে অন্তত ১০টি ছিদ্র করুন। যেখান থেকে পানি ঝরনার মতো বের হবে। এই ব্যবস্থাতে পানি ভরা পাত্র উপরে তুলে রাখার জন্য পরিবারের সদস্যদের সহায়তার দরকার হবে ঠিকই, কিন্তু সেটা প্রতিবন্ধী ব্যক্তিকে গোসল করিয়ে দেওয়ার জন্য যে সময়ের দরকার হবে তারচেয়ে অনেক কম সময় লাগবে। সবচেয়ে বড় কথা প্রতিবন্ধী ব্যক্তি যখন নিজে নিজে গোসল করতে পারবেন তখন তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে এবং তিনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং তার মর্যাদা নিশ্চিত হবে।
স্বাস্থ্যবিধি পালনের ক্ষেত্রে ব্যবহারকারীর গোপনীয়তা, নিরাপত্তা ও মর্যাদা সবসময় অগ্রাধিকার দিতে হবে। এটা নিশ্চিত করতে হবে যে:
- আলো ও বাতাসের জন্য বাথরুমে/ওয়াশরুমে রাখা ফাঁকা জায়গা/জানালা উচুঁতে তৈরি করতে হবে যাতে বাইরে থেকে সহজে ভেতরে দেখা না যায়;
- দরজায় প্রবেশগম্য ও সহজে ব্যবহারযোগ্য তালা লাগাতে হবে;
- তালা ও হাতল/হ্যান্ডেলগুলো ভূমি থেকে ৬০ সেন্টিমিটার উচ্চতায় লাগাতে হবে এবং এগুলো এমন হতে হবে যাতে প্রত্যেকের জন্য ধরা ও ব্যবহার করা সহজ হয়। এছাড়াও দরজা টেনে আনার জন্য রশি লাগিয়ে একটা ব্যবস্থা তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে দরজার সাথে একটি রশি যুক্ত করতে হবে এবং সেটা হুকের মাধ্যমে লাগাতে হবে। বাথরুম/গোসলখানা ব্যবহারকারী রশির মাধ্যমে দরজা টেনে এনে রশির অন্যপ্রান্ত হ্যান্ডরেইল/হাতে ধরার রেলিংয়ের সাথে লাগিয়ে দেবেন (দ্বিতীয় ছবিতে দেখুন);
- যদি হাত ধোওয়ার জন্য কল দেয়া হয় তাহলে সেটা অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী হতে হবে।
প্রতিবন্ধী নারী ও মেয়েদের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে নারী ও পুরুষদের জন্য পৃথক শাওয়ার বা গোসলখানার ব্যবস্থা করতে হবে। আর কোনটা নারীদের জন্য এবং কোনটা পুরুষদের জন্য সেটা সঠিক চিহ্ন দিয়ে সুস্পষ্ট করতে হবে।
ওয়াশ — পানি, পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সুবিধাদি নির্মাণ করার আগে নারী, পুরুষ ও ছেলে ও মেয়ে প্রতিবন্ধীদের সাথে তাদের সুনির্দিষ্ট চাহিদা ও অগ্রাধিকারগুলো নিয়ে পরামর্শ সভা করতে হবে এবং তাদের চাহিদা ও অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে ওয়াশ সুবিধাদি তৈরি করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে একই লিঙ্গের মানুষদের সঙ্গে পরামর্শ (ফোকাস গ্রুপ বা অন্য কোন ভাবে) করা যেতে।