রেলিং দুর্ঘটনা রোধ করে। কিছু কিছু নির্মাণের ক্ষেত্রে খোলা দিকে রেলিং দিতেই হয় যেমন: সিড়ি, বারান্দা ইত্যাদি। এছাড়াও যেখানে মানুষের চলাচল আছে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এমন স্থানেও রেলিং দেয়া হয়, যেমন: ছাদ, র্যাম্প ইত্যাদি।
রেলিংয়ের হাতল নিরাপদ থাকতে সহায়তা করে। নিচের আঁকা ছবিতে দেখুন হাতল আড়াআড়িভাবে সিড়ি ও র্যাম্পের উপরে ও নিচের দিকে ৩০ সেন্টিমিটার বা ১২ ইঞ্চি এবং ৪৫ সেন্টিমিটার বা ১৮ ইঞ্চি দূরত্বে লাগানো হয়েছে। এগুলো এমনভাবে লাগানো হয়েছে যাতে পথচারীদের পথচলা বাধাগ্রস্ত না হয়।
এছাড়াও র্যাম্পের শেষ প্রান্তে ৫ থেকে সাড়ে ৭ সেন্টিমিটার উচ্চতার একটি প্রতিবন্ধক বসানো যেতে পারে। এই ধরনের প্রতিবন্ধক হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য সহায়ক হতে পারে।