একটি বেঞ্চ গোসল করা, খাওয়া, ব্যায়াম করা, বিশ্রাম নেওয়া কিংবা ঘুমের জন্য ব্যবহার করা যেতে পারে। এই বেঞ্চটি প্রতিবন্ধী ব্যক্তি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাদের প্রয়োজন ও সুবিধামতো সময়ে ব্যবহার করতে পারেন। এটি খুবই কার্যকর একটি উপকরণ। এবং এটি তৈরি করাও খুব সহজ। এমনকি বাজার থেকে তৈরি করা বেঞ্চও কেনা যেতে পারে।
বেঞ্চ রাখার জন্য সিট/আসন কিংবা টুল/মোড়ার চেয়ে বেশি জায়গার দরকার হয়। তবে বেঞ্চ একাধিক কাজের জন্য ব্যবহার করা যায় বলে জায়গা একটু বেশি লাগলেও সবকিছুর বিবেচনায় এটিকে অনেক বেশি কার্যকর একটি উপকরণ হিসেবে বিবেচনা করা হয়।
গোসলের বেঞ্চ খুবই কাজের একটা জিনিস। কারণ প্রতিবন্ধী ব্যক্তি গোসল করার সময় তার দরকারি কাপড়, পানির পাত্র অর্থাত্ বালতি, মগ, সাবান ও অন্যান্য যা কিছু দরকার সেগুলো কাছাকাছি রাখতে পারে। তাছাড়া এই ধরনের গোসলের বেঞ্চ একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একা একা কাজ করার সুযোগ করে দেয়। কারণ বেঞ্চে থাকা গোসলের জিনিসগুলো সে সহজেই নিজে নিজে নিয়ে নিতে পারে।
বেঞ্চ যদি কাঠ দিয়ে তৈরি করা হয় তাহলে সেটা রং করে নেয়া ভালো। কারণ তাতে এটা পানিসহ আর্দ্রতা প্রতিরোধী হয় এবং পরিষ্কার করা ও শুকানো সহজ হয়।
রড, লোহা কিংবা অন্য কোন ধাতুর ফ্রেম বা কাঠামোর সাথে রাবার কিংবা প্লাস্টিক দিয়ে বেঞ্চ তৈরি করা যেতে পারে। এই ধরনের বেঞ্চ আরামদায়ক হয় এবং পানি সহজেই বের হয়ে যায়। কিন্তু রাবার বা প্লাস্টিকের বুননে বেঞ্চ বানানো হলে খেয়াল রাখতে হবে এটি যেন শরীরের ওজন ধরে রাখার জন্য মজবুত হয়। এখন অনেক দেশের মতো আমাদের দেশেও প্লাস্টিকের বেঞ্চ কম দামে কিনতে পাওয়া যায়। এই বেঞ্চগুলো মজবুত এবং ওজনে হালকা হওয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও সহজ। প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কড়া রোদে সবসময় ফেলে রাখা না হয়। তাতে একদিকে রং জ্বলে যাওয়া ছাড়াও প্লাস্টিক দিনের পর দিন রোদে ও তাপে ফেটে যেতে পারে। স্থায়িত্ব কমে যেতে পারে। যত্ন করে ব্যবহার করা হলে প্লাস্টিকের বেঞ্চ থেকে যেমন সহজে পানি মুছে ফেলা যায়, তেমনি সামান্য সময় রোদে রেখে শুকানোর পর সরিয়ে নিয়ে সুবিধাজনক জায়গায় রাখা যায়। এভাবে যত্ন করা হলে এই ধরনের প্লাস্টিকের বেঞ্চ দীর্ঘদিন ব্যবহার করা যায়। তবে কাঠ, স্টিল বা লোহার ফ্রেম কিংবা প্লাস্টিক যে ধরনের বেঞ্চই ব্যবহার করা হোক না কেন বেঞ্চের দুই পাশে ধরার জন্য হাতল বা রেইল রাখার কথা ভাবতে হবে (ছবিতে দেখুন)। এতে করে ব্যবহারকারীর পক্ষে ভারসাম্য রাখা এবং এক স্থান থেকে অন্য স্থানে সরার কাজটি সহজ হয়।