একটি ভবনের গেট বা প্রধান প্রবেশপথ সকলের ব্যবহারোপযোগী হতে হবে। এটি সার্বজনীন নকশা নীতিমালা মেনে নির্মাণ করতে হবে। যাতে সবার জন্য প্রবেশগম্য হয়।
ভবনের গেট (প্রধান প্রবেশপথ) চলাচলের পথের সাথে মিলিয়ে তৈরি করতে হবে (সেটা রাস্তা থেকে ভবনে প্রবেশ করা, আরেকটি ভবন থেকে এই ভবনে আসা, গাড়ি পার্কিং থেকে ভবনে প্রবেশ করা, এমনকি প্রযোজ্য ক্ষেত্রে বাড়ি থেকে লেট্রিনে যাতায়াতের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে)। গেটে উজ্জ্বল রঙ এবং উপযুক্ত চিহ্ন ব্যবহার করতে হবে; যাতে সহজেই এর উপস্থিতি বোঝা যায়।
প্রধান প্রবেশপথে ব্যবহৃত দরজার আকার কমপক্ষে ১৫০ সেন্টিমিটার বাই ১৫০ সেন্টিমিটার (৫ ফুট বাই ৫ ফুট) হতে হবে যাতে করে হুইলচেয়ার ব্যবহারকারীরা নিজেরা দরজা খোলার জন্য পর্যাপ্ত জায়গা পায়।