রং করা শুধু যে অবকাঠামোর স্থায়িত্ব বাড়ায় তা নয়, একইসঙ্গে প্রবেশগম্যতা সহজ ও দ্রুত করে।
কাঠের কাঠামো কিংবা আসবাবপত্র বা কোন যন্ত্রপাতি যেমন: বসার আসন, রান্নাঘরের সরঞ্জাম বা মালপত্র বহনের জন্য হুইলচেয়ারের সঙ্গে চাকালাগানো গাড়ি (ট্রেইলার) ইত্যাদি যদি রং করা হয় তাহলে এগুলোর স্থায়িত্ব বাড়ে। কারণ তখন এতে পানি লাগলে কিংবা আদ্রতায় সহজে নষ্ট হয় না। তাছাড়া রং করা আসবাবপত্র/জিনিসপত্র পরিষ্কার করাও সহজ, আর তাই এগুলো স্বাস্থ্যসম্মত রাখা যায়। সিমেন্ট দিয়ে প্লাস্টার করা কাঠামোও রং করা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ।
চলার পথ, র্যাম্প কিংবা প্রবেশপথ যদি বৈসাদৃশ্য বা ভিন্নতর রং দিয়ে করা হয় তাহলে সেগুলো আশপাশের কাঠামো থেকে সহজেই আলাদা করা যায়; ফলে ক্ষীণদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের পক্ষে ব্যবহার করা সহজ হয়।