জরুরি অবস্থা চলাকালে, আগে এবং পরে সময়মতো তথ্যে সকলের প্রবেশাধিকার থাকা খুবই গুরুত্বপূর্ণ, এটি জীবনি বাঁচাতে পারে। এছাড়াও কোন ধরনের বৈষম্য ছাড়াই সহায়তা প্রদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার নিশ্চিত করাটা এসময়ের একটি মৌলিক কাজ।
এখানে সকলের জন্য তথ্য প্রবেশগম্য ও সহজলভ্য করার ব্যাপারে কয়েকটি টিপস বা পরামর্শ দেয়া হলো:
- প্রতিবন্ধী ব্যক্তিদের পছন্দের যোগাযোগ মাধ্যম কী হবে সেটা জানার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে বা প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও) এর সাথে পরামর্শ করুন।
- তথ্য বা বার্তা প্রচার করার আগে যাদের জন্য এই বার্তা তৈরি করা হয়েছে তাদের সাথে প্রি-টেস্ট বা যাচাই করে দেখুন যে তারা বুঝতে পারছে কিনা। যেমন প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য তৈরি করা বার্তা বা তথ্য নারী, পুরুষ ও শিশু প্রতিবন্ধীদের (অন্ধ ব্যক্তি, শ্রবণশক্তিহীন মানুষ, মনোসামাজিক প্রতিবন্ধী কিংবা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী) সাথে যাচাই করে দেখুন যে বার্তা পাওয়া ও বোঝার ক্ষেত্রে তাদের কোন ধরনের বাধা তৈরি হচ্ছে কিনা। বার্তা যাচাই করার প্রক্রিয়ায় পড়তে ও লিখতে পারে না এমন ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করুন। প্রি-টেস্ট থেকে পাওয়া ফিডব্যাক বা মতামতগুলোর ভিত্তিতে যোগাযোগ উপকরণ ও যোগাযোগ প্রক্রিয়াকে উন্নত করুন।
- তথ্য যোগাযোগ উপকরণ তৈরির ক্ষেত্রে এটা নিশ্চিত করুন যে উপকরণগুলো বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে যেমন এসএমএস, রেডিও, টেলিভিশন ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন ফরম্যাটে তৈরি করা হয়েছে; এবং আরো নিশ্চিত করুন যে এই ধরনের প্রযুক্তির মাধ্যমে যাদের কাছে পৌঁছানো যাবে না তাদের জন্য বিলবোর্ড, সভা বা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বাড়ি বাড়ি তথ্য পৌঁছানো নিশ্চিত করুন।
- একথা নিশ্চিত করুন যে আপনার তথ্য উপকরণগুলো সাংস্কৃতিকভাবে সংবেদনশীল এবং তাতে জেন্ডার বা সামাজিক লিঙ্গ পরিচয় সংবেদনশীল ভাষা এবং/ অথবা চিত্র ব্যবহার করা হয়েছে। এটা প্রায়শ দেখা যায় যে, প্রতিবন্ধী নারী ও মেয়েদের প্রতিনিধিত্ব থাকে না বা তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না।
উপকরণগুলো আরো বেশি প্রবেশগম্য ও সহজলভ্য করার জন্য সেগুলো বিভিন্নভাবে অভিযোজন করা ও তাতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপাদান (রিসোর্স) ব্যবহার করা যেতে পারে।
মুদ্রিত উপকরণ ব্যবহার করলে:
- সহজেই চোখে পড়ে এমন বৈসাদৃশ্যমূলক রং ব্যবহার করা;
- সাধারণ ধরনের ফন্ট ব্যবহার করুন যা সহজেই বোঝা যায় (সোনার বাংলা, নির্মলা ইউআই, সুতন্বী) এবং ফন্টের আকার বড় রাখুন (ন্যূনতম ১২) এবং হাঁতে আঁকা ছবি বা ফটো ব্যবহার করুন;
- ছাপানোর জন্য গাঢ় রংয়ের কালি ও বড় আকারের অক্ষর ব্যবহার করুন (৩ মিটার দূর থেকে দেখার জন্য অক্ষরের আকার হতে হবে ১০ সেমি এবং ১০ মিটার দূর থেকে দেখার জন্য ২০ সেমি আকারের অক্ষর হতে হবে)।
- সাধারণ আকারের/সাইজের মুদ্রিত উপকরণের পাশাপাশি মুদ্রিত উপকরণের বড় আকারের মুদ্রণ সংস্করণ তৈরি করার বিষয়টি নিশ্চিত করুন।
অডিও উপকরণ ব্যবহার করলে:
- জরুরি অবস্থার জন্য প্রস্তুতি, রাস্তার প্রচারণা/প্রচারাভিযান এবং বিষয় সম্পর্কে সচেতন ও সংবেদনশীল করার জন্য অডিও সিগনাল/ বার্তা ব্যবহার করুন;
- কয়েকবার উচ্চ শব্দের সতর্কবাতা/অ্যালার্ম বাজানোর চেয়ে তুলনামূলকভাবে কম উচ্চ শব্দের কিন্তু সুস্পষ্ট শব্দের সতর্কবাতা/অ্যালার্ম ঘন ঘন বাজানো বেশি কার্যকর;
- অডিও উপকরণগুলো মুদ্রিত উপকরণগুলোর সাথে একত্রিতভাবে প্রচার হওয়া উচিত্।
ইলেকট্রনিক উপকরণ ব্যবহার করলে
- শক্তিশালী বৈসাদৃশ্যমূলক রং ব্যবহার করা;
- বড় আকারের ফন্ট (ন্যূনতম ১২) ব্যবহার করা; ফন্ট আইটালিক না করা;
- ক্লোজড ক্যাপশনিং (লুকানো ক্যাপশন) বৈশিষ্ট্য ব্যবহার করা;
- টেক্সট বা বার্তা বড় করে পড়ার বিকল্প অন্তর্ভুক্ত রাখুন;
- একটি প্রবেশগম্য ওয়েবসাইট তৈরি করুন, এ লক্ষ্যে কী করতে হবে নিচে দেখুন:
তথ্য প্রদর্শনের বোর্ডগুলো সকলের জন্য প্রবেশগম্য করতে এই বোর্ডগুলোর উচ্চতা ভূমি থেকে ৭৫-৯০ সেমি উচ্চতায় এবং সর্বোচ্চ ১০ সেমি উচ্চতায় রাখতে হবে, যাতে করে পড়তে পারে এমন শিশু এবং হুইলচেয়ার ব্যবহারীর দৃষ্টির সীমানায় থাকে। এছাড়াও স্পর্শানুভূতি দিয়ে বোঝা যায় এমন পদ্ধতি (টেকটাইল ম্যাপ) ব্যবহার করতে হবে যাতে করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরাও পড়তে পারেন।