সর্বসাধারণের ব্যবহারের জন্য উম্মুক্ত স্থান থাকা যে কোন বসতি কিংবা কমিউনিটি বা পাড়ার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের স্থান এলাকার মানুষদের একত্রিত হওয়া, দেখা করা, আড্ডা দেয়া, আলাপ-আলোচনা করার মতো দরকারি কাজ করা ও বিনোদনের পাশাপাশি বিশ্রাম নেয়ার সুযোগও দেয়। এছাড়াও জনসাধারণের জন্য উম্মুক্ত স্থান ও বিশ্রামের এলাকা এলাকাবাসীকে তথ্য জানানোর জন্য উপযুক্ত স্থান; তাই এখানে তথ্য দেয়ার বোর্ড স্থাপন করা যেতে পারে। এই ধরনের একটি উম্মুক্ত স্থানকে যদি সত্যিকারের অর্থে প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুসহ সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক করতে হয় তাহলে নিচের বিষয়গুলো নিশ্চিত করার দরকার রয়েছে:
সর্বসাধারণের জন্য উম্মুক্ত স্থানটিতে যাওয়ার পথ/চলার রাস্তাটি প্রবেশগম্য ও নির্দেশক দিয়ে উপযুক্তভাবে চিহ্নিত থাকতে হবে;
উম্মুক্ত স্থানের কিছুটা অংশে ছাউনি থাকতে হবে এবং বিশ্রামের অংশে চেয়ার কিংবা বেঞ্চ থাকতে হবে;
স্থানীয় সংস্কৃতি ও প্রেক্ষাপটের বিবেচনায় নারীদের জন্য পৃথক স্থানের দরকার হলে সেই ব্যবস্থা করতে হবে;
যদি এই ধরনের সর্বসাধারণের ব্যবহারের জন্য উম্মুক্ত স্থান তথ্য দেয়ার জন্য ব্যবহার করা হয় তাহলে সেটা এমনভাবে করতে হবে যাতে সবাই বুঝতে এবং ব্যবহার করতে পারে।